Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ডিসেম্বর ২০২১

উত্তম চর্চার প্রামাণ্যচিত্র

বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থা কর্তৃক এইচএলপি কার্যক্রমের আওতায় নির্বাচিত উত্তম চর্চা


শিশুবান্ধব বাজেট : শিশুবান্ধব ইউনিয়ন পরিষদ বাজেট পরিকল্পনা, প্রণয়ন এবং বাস্তবায়ন। পরস্পরিক শিখন কার্যক্রমের মাধ্যমে উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স (বিটিএস) এ উত্তম চর্চাটি রূপায়নে সহযোগিতা করছে। এ উত্তম চর্চাটি ৭৮ বার রূপায়ণ হয়েছে (পারস্পরিক শিখন কার্যক্রমের মাধ্যমে অন্যান্য ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন)।

 

 Like yes Share mail Stay Update smiley

 


 

পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ: বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা। এটি ১২টি উত্তম চর্চার মধ্যে একটি যা মোট ৫১টি ইউনিয়নে রূপাপন করা হয়েছে। ম্যাক্স ফাউন্ডেশন উন্নয়ন সহযোগি সংস্থা হিসেবে ইউপি পর্যায়ে এই উত্তম চর্চাটির রূপায়ন এবং রাক্ষণাবেক্ষণের কাজটি করছে কারণ উত্তম চর্চাটি বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে কিছু কারিগরি বিষয় জড়িত। তবে ইউনিয়ন পরিষদগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ উত্তম চর্চাটি রক্ষণাবেক্ষণের জন্য প্রস্তুত আছে।

 

 Like yes Share mail Stay Update smiley


ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ সিস্টেমঃ  প্রতিবছর শুস্ক মৌসুমে মার্চ থেকে জুন পর্যন্ত নলকুপে পানি না থাকায় বরেন্দ্রসহ বিভিন্ন অঞ্চলের পরিবার গুলোকে বিশুদ্ব পানি সংকটের কারণে চরম বিপাকে পড়তে হয়। শুস্ক মৌসুমে ভূ-উপরিস্থিত পানি সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিশুদ্ব পানির সংকট দিন দিন বাড়ছে।  এ সংকট নিরসনে ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ সিস্টেম অর্থ্যাৎ বিশেষ পদ্বতিতে বৃষ্টির পানি সংরক্ষণসহ বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভূ-গর্ভে পাঠিয়ে পানির স্তর বৃদ্ধি করার পদ্ধতিটি শুস্ক মৌসুমে এসব অঞ্চলের পরিবারগুলোর চাহিদা পুরণ করে আসছে। উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এর উত্তম চর্চাটি রূপায়নে সহযোগিতা করছে।  এ উত্তম চর্চাটি বিভিন্ন অঞ্চলে ১৯১ বার রূপায়ণ হয়েছে। 

 

 Like yes Share mail Stay Update smiley